Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮: বসিক, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট স্কিটির যৌথ আয়োজনে শুরু হল ৪
দিনব্যাপী প্রকল্প প্রণয়ন এবং মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ
ইন্সষ্টিটিউট স্কিটির আয়োজনে শুরু হল ‘প্রকল্প প্রণয়ন এবং মূল্যায়ন’ শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স’ এর দ্বিতীয় ধাপ।
রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট মিলনায়তনে স্কিটির অনুষদগুলোর সদস্যদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এতে প্রকল্প তৈরীর প্রস্তুতি, প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং প্রকল্প মূল্যায়নসহ বিভিন্ন কারিগরি বিষয় শেখানো হবে। এটি মূলত
প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স। এর আগে ১৩ই মে ২০১৮ থেকে ১৭ ই মে ২০১৮ পর্যন্ত ‘প্রকল্প প্রণয়ন এবং মূল্যায়ন’ কোর্সের
প্রথম ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইন্সষ্টিটিউট অনুষদগুলোর সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য এ
প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ৪ দিনের এ প্রশিক্ষন কোর্স পরিচালনা
করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। এসময় স্কিটির অধ্যক্ষ বলেন, এই কোর্সের মাধ্যমে
স্কিটির অনুষদের সদস্যরা অনেক কিছু শিখতে পারবেন এবং তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে প্রকল্প প্রণয়নসহ উদ্যোক্তাদের
প্রশিক্ষণ প্রদানে তারা কার্যকরী ভূমিকা রাখতে পারবেন। ২০ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স চলবে।