Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Photo by Ron Gaunt / IPL / SPORTZPICS

খােলাবাজার২৪, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮: মঙ্গলবার ভারতের জয়পুরে স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের নিলাম। এই নিলামের মধ্য দিয়ে পরবর্তী আসরের জন্য দল চূড়ান্ত করে ফেলবে ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো একই বছর দুইবার নিলাম অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছর জানুয়ারিতে একাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল।

সাধারণত জানুয়ারিতে অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। কিন্তু আগামী বছর মেতে ইংল্যান্ডে বসছে ওয়ানডে বিশ্বকাপ। সে কারণে আইপিএলের দ্বাদশ আসরের সূচি এগিয়ে আনা হয়েছে। তাই জানুয়ারির বদলে ডিসেম্বরে এবারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

ফ্র্যাঞ্চাইজিগুলো আগেই খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার কাজ সেরে রেখেছিল। সব দল মিলিয়ে ৭০ জন খেলোয়াড়ের কোটা খালি আছে। এর মধ্যে ভারতীয় খেলোয়াড়ের কোটা খালি আছে ৫০টি। আর বাকি ২০টি অভারতীয় খেলোয়াড়ের কোটা। নিলামে ৩৪৬ জন খেলোয়াড় থেকে ৭০ জন বাছাই করবে দলগুলো। একটি দলে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জন করে খেলোয়াড় থাকতে হবে।

খেলোয়াড় কেনার জন্য সবচেয়ে বেশি টাকা আছে কিংস ইলেভেন পাঞ্জাবের ঝুড়িতে। দলটি এবারের আসরে সর্বোচ্চ ৩৬.২ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। এরপরেই আছে দিল্লি ক্যাপিটেলস। তারা খরচ করতে পারবে ২৫.৫ কোটি রুপি। দলটির আগের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস।

এছাড়া রাজস্থান রয়্যালস ২০.৯৫ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১৮.১৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স ১৫.২০ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স ১১.১৫ কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ ৯.৭০ কোটি ও চেন্নাই সুপার কিংস ৮.৪০ কোটি রুপি ব্যয় করতে পারবে।