খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২০ ডিসেম্বর ২০১৮ঃ আগামী ১৫ জানুয়ারি (মঙ্গলবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি-২০১৯ মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১০ এর (ক এবং গ) অনুযায়ী সাধারণ সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল ইসলাম আকন্দকে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী মনোনীত করা হয়েছে।