Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

 

 

খােলাবাজার২৪,শনিবার,২২ ডিসেম্বর,২০১৮ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘প্রশ্নবিদ্ধ’ করার কোনও সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, ‘দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (২২ ডিসেম্বর) ময়মনসিংহের টাউন হল মোড়ে তারেক স্মৃতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সিইসি বলেন, ‘নির্বাচনে সহিংসতা বা ভোট প্রশ্নবিদ্ধ হওয়ার কোনও সুযোগ নেই। সম্পূর্ণ নিরেপক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে হবে।’

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাদিক ডিভিশন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।