খােলাবাজার২৪,শনিবার,২২ ডিসেম্বর,২০১৮ঃ আদালতের নির্দেশে বিএনপির বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থীতা ফিরে পাওযার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে সহিংসতা বা বিশৃঙ্খলা হওয়ার কোন কারন নেই।
প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্টিত হবে। দেশে নির্বাচনের উৎসবের আমেজ বইছে।
২৪ তারিখ থেকে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি প্রশাসনকে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করারও তাগিদ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাদিক ডিভিশন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমূখ।