Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮ : যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে রায়ের বাজার বধ্যভূমি, মোহম্মদপুরে  বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান  কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন আশপাশের শাখা সমূহের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় ৩৩০০ সংখ্যক রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৪২০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়। এসময় অনুষ্ঠানে  শীতার্তদের মাঝে কম্বলও বিতরণ করা হয়।