খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আচরণে ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভা বর্জন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সভা বর্জন করে সাংবাদিকদের একথা জানান ঐক্যফ্রন্টের নেতারা।
এর আগে সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে বসে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডেয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু এবং ড. জাফুরুল্লাহ প্রমুখ।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
ঐক্যফ্রন্টের নেতারা জানান, বৈঠকে তারা তাদের প্রার্থীর ওপর সারা দেশে হামলা, গ্রেফতার ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তুলে ধরেন। বৈঠকের শেষের দিকে সিইসি কে এম নূরুল হুদার আচরণে ক্ষুব্ধ হয়ে বৈঠক শেষ না করেই তারা বের হয়ে আসেন।