খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮: সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনস্থ মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ‘ভোটের মাঠে ভয়াবহ তাণ্ডব চলছে। তাদের নেতাকর্মীদের গ্রেফতার, আটক, নির্যাতন অব্যাহত রয়েছে। সরকার ও ইসি যৌথভাবে এ নির্বাচন বানচালের চেষ্টা করছে।’
ভোটের ৩ দিন আগেও নির্বাচন কমিশন ও সরকার ন্যূনতম পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এসব বিষয়ে অভিযোগ দিয়েও সিইসির কাছে কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘নির্বাচন ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ইসি ও সরকার যৌথভাবে এ নির্বাচন প্রহসনে পরিণত করেছে। ভোটের তিন দিন আগেও ন্যূনতম পরিবেশ নেই। তবে ফাঁকা মাঠে গোল দিতে দেব না।’
ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টের অভিযোগ নিয়ে কোনো আশ্বাস পাননি বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সিইসি কথাগুলো কোনো গুরুত্ব দেননি; কোনো আশ্বাসও পাইনি।’
এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আচরণে ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভা বর্জন করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।