খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮:সম্প্রতি মাহিয়া মাহি ‘অবতার’ নামের একটি ছবির ‘রঙিলা বেবি’ নামের একটি আইটেম গানে অংশ নিয়েছেন। এটি মাহির পঞ্চম আইটেম গান। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার।
এর আগে ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দবির সাহেবের সংসার’ এবং ‘মনে রেখো’ ছবিগুলোর আইটেম গানে অংশ নিয়ে সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী।
‘ম্যাজিক মামনি’ মাহির সবচেয়ে আলোচিত আইটেম গান।
ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, নকল কিংবা কপি-পেস্ট নয়। দেশীয়ভাবে সেরা আয়োজনে গানটি চিত্রায়িত হয়েছে। ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফিও চমৎকার হয়েছে।
পরিচালকের বিশ্বাস মাহির অন্য আইটেম গানগুলোকে ছাড়িয়ে যাবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ‘অবতার’ মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান শিকদার।