খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮: পিরোজপুর প্রতিনিধিঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রচারে একই মঞ্চে উঠলেন পিরোজপুর জেলায় রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের চার সদস্য। তারা হলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়াল, তার ভাই পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি যুবলীগের কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান মহারাজ এবং সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান খালেক। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে গুরুত্বপূর্ণ পদে থাকা এই চার ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণে পিরোজপুর আওয়ামী লীগে কোন্দল চলে আসছিল।
নির্বাচনের আগে পিরোজপুর-১ আসনে আউয়ালের মনোনয়নের বিপক্ষে অবস্থান নেন মেয়র মালেকসহ অন্য মনোনয়নপ্রত্যাশীরা। সেখানে হাবিবুর রহমান মালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, শেখ এ্যানী রহমান মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
নির্বাচনের আগে এই মনোনয়নপ্রত্যাশীরা একই মঞ্চে উঠে কর্মসূচিও পালন করেন। তারা দাবি করেন, আউয়াল বাদে যে কাউকে মনোনয়ন দেওয়া হলে তারা একজোট হয়ে কাজ করবেন। পরে অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
সোমবার বিকেলে শ. ম. রেজাউল করিমের পক্ষে নৌকার প্রচারকালে আগের বিরোধ ভুলে এক মঞ্চে ওঠেন সংসদ সদস্য আউয়াল ও তার তিন ভাই। গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে সমাবেশে তারা এক মঞ্চে ওঠেন। এর আগে একসঙ্গে প্রচার মিছিলেও অংশ নেন চার ভাই।