খােলাবাজার২৪,বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮ঃ যাত্রা শুরু করলো যমুনা ব্যাংক ফাউন্ডেশনের তত্বাবধানে ও অর্থায়নে কিডনী ডায়ালাইসিস সেন্টার। রাজধানীর শান্তিনগরে নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদসহ উর্ধ্বতম কর্মকর্তা- কর্মচারী ও ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন স্থরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সম্পূর্ন অলাভজনক এ প্রতিষ্ঠানে জটিল কিডনী রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা দেয়া হবে।