খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ ডিসেম্বর ২০১৮ঃ আজ ২৭ ডিসেম্বর ২০১৮, রোজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আজ ২৭ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জাসাস-জাতীয় নির্বাহী কমিটি’র পক্ষ থেকে শেরে-বাংলানগরস্থ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্ব-নির্ভর ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য জনাব নজরুল ইসলাম খান।
উক্ত অনুষ্ঠানে জাসাস এর সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আগামীকাল যথাসময়ে শেরেবাংলানগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য জাসাস এর সভাপতি ড. মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।