Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ ডিসেম্বর ২০১৮ঃ  নানা জল্পরা-কল্পনার পর অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরলেন জাতীয় পার্টির চেয়ারর‌্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী। 

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হুসেইন মুহাম্মদ এরশাদ। 

সাবেক এই রাষ্ট্রপতি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেলে নির্বাচনের আগে তাঁর দেশে ফেরা না ফেরা নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই ধারণা করেন যে নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন না। 

চিকিৎসার জন্য গত ১০ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে যান এরশাদ। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। প্রায় ২ সপ্তাহেরও বেশি সময় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে এবার দেশে ফিরছেন সাবেক এই প্রেসিডেন্ট।

৮৮ বছর এ প্রবীণ রাজনীতিবিদ বেশ কয়েক মাস ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শুধু নভেম্বর মাসেই চারবার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

এর আগে গত রবিবার (২৩ ডিসেম্বর) এসএম ফয়সাল চিশতী গণমাধ্যমকে জানিয়েছিলেন, চিকিৎসা শেষে সোমবার (২৪ ডিসেম্বর) দেশে ফিরছেন এরশাদ। 

এবার ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন এরশাদ। তবে চিশতি জানিয়েছিলেন, দেশে ফিরেই এরশাদ জানাবেন, তিনি এবার ঢাকা-১৭ আসনে তিনি নির্বাচন করবেন, নাকি প্রার্থিতা প্রত্যাহার করবেন। এছাড়াও সারা দেশে মহাজোটের বাইরে জাপার ১৪৭ প্রার্থীর বিষয়েও দেশে ফিলে কথা বলবেন এরশাদ।  

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে ২৬টি আসন পেয়েছে এরশাদের জাপা। তবে মহাজোটের বাইরে লাঙ্গল প্রতীকে ১৪৭ জনকে মনোনয়ন দিয়েছে দলটি।