খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ ডিসেম্বর ২০১৮ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় পাশের গ্রামের মসজিতে মাইকিং করে পুলিশের তল্লাশির খবর জানালে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে রেজা কিবরিয়ার বাসার সামনে অবস্থান নেন।
জানা গেছে, বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে এজাহারভুক্ত আসামির খোঁজে তার বাসায় তল্লাশি চালায় পুলিশ।
এক পর্যায়ে গ্রামবাসীতের শক্ত অবস্থান দেখে রেজা কিবরিয়ার বাসা থেকে দ্রুত সরে গিয়ে পার্শ্ববর্তী গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয় পুলিশের টহল টিম।
পুলিশ সূত্র জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর হামলা করে রেজা কিবরিয়ার সমর্থকরা। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশ বাসার ভেতর প্রবেশ করতেই মসজিদের মাইক থেকে মাইকিং করে গ্রামবাসীকে লাঠিসোটা নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পুলিশও তখন দ্রুত স্থান ত্যাগ করে।
তবে বাসায় ঢুকে আসামি ধরার উছিলায় পুলিশ বিভিন্ন কক্ষের মালামাল তছনছ করেছে বলে অভিযোগ রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভর।
অন্যদিকে নবীগঞ্জ থানার এসআই সামছুল ইসলাম জানিয়েছেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতেই পুলিশ ওই বাসায় প্রবেশ করেছিল। মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা দেয়ার পাল্টা অভিযোগ করেন তিনি।