Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ ডিসেম্বর ২০১৮ঃ ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে পার করছে ঢাকাই চলচ্চিত্র। গত কয়েক বছরের তুলনায় এ বছর সিনেমার বাজার ছিল মন্দা। এ বছর শাকিব খান এককভাবে চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করেছেন। সেখানে অন্যদের থেমে থেমে দু-একটি সিনেমায় কাজ করতে দেখা গেছে। আবার কেউ কেউ বছরজুড়ে বেকার সময় পার করেছেন। এভাবেই আমাদের চলচ্চিত্রের নায়কদের ২০১৮ সাল কেটেছে।


অতীতের মতো এবারও শাকিব খান অভিনীত সিনেমা সবচেয়ে বেশি মুক্তি পেয়েছে। মুক্তি তালিকা লম্বা হলেও প্রত্যাশা মেটাতে পারেনি সেগুলো। বলা যায় এটা ছিল শাকিব ভক্তদের কাছে অপ্রত্যাশিত। আলো ছড়াতে পারেনি তার অভিনীত অধিকাংশ সিনেমা। অন্য দিকে ছোটপর্দা থেকে এ বছর বড় পর্দায় পা দিয়েই আলোচনার শীর্ষে রয়েছে সিয়াম। এই নবাগত নায়কের অভিনীত সিনেমার সংখ্যা কম হলেও তিনি আলোচনায় ছিলেন। ঢাকাই চলচ্চিত্রপ্রেমীদের মনে আশার আলো ছড়িয়েছেন সিয়াম। এছাড়া সাইমন, বাপ্পি, শুভ, রোশানদের সিনেমার সংখ্যা ছিল কম। সেগুলো দর্শক সাড়া পেতে ব্যর্থ হয়েছে।

শাকিব খান : এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করে আসছেন শাকিব খান। তার অভিনীত সিনেমাগুলো আলোচনার শীর্ষে থাকে। তবে এবার শাকিব খান অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে বেশি মুক্তি পেলেও ‘ভাইজান এলো রে’ ছাড়া তার কোনো সিনেমা হিট হয়নি। তার ‘আমি নেতা হবো’, ‘সুপার হিরো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাঙ্কু জামাই’ দর্শকদের হতাশ করেছে।একইভাবে শাকিব দর্শকদের হতাশ করেছেন যৌথ প্রযোজনার ‘নাকাব’ দিয়েও।

সিয়াম : নবাগত চিত্রনায়ক সিয়াম। ‘পোড়ামন-২’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। বছরের সেরা ব্যবসা সফল সিনেমা হিসেবে আলোচিত হয়েছে এই সিনেমা। টানা কয়েক সপ্তাহ সিনেমাটি প্রেক্ষাগৃহে চলেছে। সিয়ামের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বছর শেষে এসে মুক্তি পায় তার ‘দহন’। মুক্তির পরে বেশ আলোচিত হন সিয়াম। সিনেমা দুটিতে দর্শক সারা বেশ ভালো পাওয়া গেছে। 

চঞ্চল চৌধুরী : চঞ্চল চৌধুরীর অভিনয় বরাবরই দর্শকদের আকৃষ্ট করে। তবে এবার চঞ্চল চৌধুরী অভিনীত ‘দেবী’ সিনেমার মিসির আলী চরিত্রটি কিছুটা হলেও হতাশ করেছে। অন্যদিকে এই সিনেমায় জয়া প্রশংসা কুড়িয়েছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ ব্যবসায়িকভাবে সফল হয়েছে। 

সাইমন সাদিক : চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত এ বছরে ‘জান্নাত’ ও ‘মাতাল’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন মাহিয়া মাহি। অন্যদিকে জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের ‘মাতাল’ সিনেমায় অভিনয় করেছেন নবাগত অধরা খান। সিনেমা দুটি শুরু থেকেই আলোচনায় ছিলো। তবে মুক্তির পরে এই আলোচনা ম্লান হয়ে যায়।

বাপ্পী চৌধুরী : বাপ্পি চৌধুরী অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটির শুটিং শুরু থেকেই মাহির সঙ্গে পরিচালকের মতবিরোধ দেখা দেয়। জটিলতা কাটিয়ে সিনেমাটি মুক্তি পেলে নায়িকা মাহি নিজেই সিনেমার সমালোচনা করেন। মুক্তির পর মুখ থুবড়ে পরে শাহনেওয়াজ শানুর এই সিনেমাটি। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাটিও আলোচনায় ছিল। তবে মুক্তির পর দর্শক হতাশ হয়েছে। অন্য দিকে বাপ্পি অভিনীত ‘আসমানী’ সিনেমাটিও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।

আরিফিন শুভ : কাজবিহীন অলস সময় পার করছেন এমন শিল্পীর তালিকায় শীর্ষে রয়েছেন আরিফিন শুভ। চলতি বছর নতুন কোনো সিনেমায় তাকে কাজ শুরু করতে দেখা যায়নি। তবে এ বছর তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ঢাকা অ্যাটাক’-এর পর এই নায়কের কোনো সিনেমা হিট হয়নি। চলতি বছর শুভ অভিনীত ‘ভালো থেকো’ মুক্তি পায়। নির্মাতাকে ছাড়াই সিনেমার গানের শুটিং করা হয়েছে এমন অভিযোগ সমালোচনার জন্ম দেয়। গুণী নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় শুভ’র বিপরীতে অভিনয় করেন তানহা তাসনিয়া। সিনেমাটি ব্যবসা সফল হয়নি। শুভ’র পরবর্তী সিনেমা ‘একটি সিনেমার গল্প’। আলমগীর পরিচালিত এই সিনেমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

এর বাইরে চিত্রনায়ক ফেরদৌসের ‘মেঘকন্যা’, ‘পোস্ট মাস্টার-৭১’, রোশানের ‘বেপরোয়া’সহ কয়েকটি সিনেমা মুক্তি পায়। সেগুলো মুখ থুবড়ে পড়েছে। ব্যবসায়িকভাবে সফল হতে ব্যর্থ হয় সিনেমাগুলো। অন্যদিকে জায়েদ খান, ইমন, নিরব, কায়েস আরজু, শাহরিয়া জয়সহ বেশ কয়েকজন নায়কের কোনো সিনেমা চলতি বছরে মুক্তি পায়নি।