Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ ডিসেম্বর ২০১৮ঃ  বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার প্রচারণার শুরুর দিন থেকেই নেতাকর্মীদের গ্রেফতারের মাত্রা বাড়িয়ে দেয় পুলিশ।গত কয়েকদিনে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যারাই আমার প্রচারণায় অংশ নিচ্ছে তাদেরই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।  

সরোয়ার বলেন, বিএনপির একাধিক নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। হামলার শিকার হয়েছেন অনেক নেতাকর্মী। এরপরও নির্বাচনের মাঠে টিকে রয়েছি। ভোটের দিন (৩০ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের হয়রানি, গ্রেফতার বা হামলা চলানো হলো খবর আছে। বিএনপির নেতাকর্মী ও ভোটাররা এখন চুপচাপ থাকলেও ভোটের দিন ঠিকই বের হবেন। কারচুপি হলে সেদিন যুদ্ধ বেঁধে যাবে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি প্রার্থী সরোয়ার বলেন, ভেবেছিলাম সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি ভালো হবে। নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ হবে। তবে হচ্ছে উল্টো। গণগ্রেফতার, হামলা এবং নির্যাতনের কারণে বাধ্য হয়ে ভোটের প্রচারে কৌশলী হয়েছি। তবে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে কেউ ঘরে বসে থাকবে না। সবাই রাজপথে নামবে। গণবিস্ফোরণ ঘটবে।

দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন সরোয়ার। এর আগে সদর উপজেলার চরবাড়িয়া ও তালতলী বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন তিনি।