Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,শুক্রবার,২৮ ডিসেম্বর ২০১৮ঃ  আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল) ৬০০ কোটি টাকার বন্ড ছাড়বে। এর মধ্যে ৫০০ কোটি টাকা বেসরকারি খাত থেকে। আর ১০০ কোটি টাকা সরকারি খাত থেকে সংগ্রহ করা হবে। বন্ড থেকে আসা টাকায় নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফলে বিদ্যুৎ খাতে অর্থায়নের নতুন দিগন্ত উম্মোচিত হলো।

সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে বন্ড ইস্যুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক, সাধারণ বীমা ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এ সাত প্রতিষ্ঠানের সঙ্গে ৩৮৫ কোটি টাকার বন্ড ইস্যুর চুক্তি করে আশুগঞ্জ পাওয়ার।

তৌফিক-ই-ইলাহী বলেন, একসময় ভারতের পার ক্যাপিটা ইনকাম আর বিদ্যুতের উন্নয়ন আমাদের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু গত ১০ বছরে আমরা যত এগিয়েছি তারা ততটা এগুতে পারেনি, কারণ আমাদের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণে আমাদের আজকের এই অবস্থান। আগামীতেও তার নেতৃত্বে এগিয়ে যেতে চাই।

নসরুল হামিদ বলেন, বতমানে প্রতিবছর গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রাইভেট সেক্টরের সঙ্গে মিলিয়ে মন্ত্রণালয় কীভাবে কাজ করতে পারে সে কাজ দেখিয়েছে বিদ্যুৎ বিভাগ। সারা বিশ্ব বসে আছে আমাদের টাকা দিতে। আমাদের শুধু আরও স্বচ্ছ ও আরও গতিময় হতে হবে। দেশের কোনায় কোনায় আজ আলো।

মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, এই চুক্তির মাধ্যমে অর্থায়নের নতুন দিগন্ত উম্মোচিত হলো। সরকারিভাবে এ উদ্যোগ বিদ্যুৎ খাতকে আরও এগিয়ে নেবে। যার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিব ড. আহমদ কায়কাউস বলেন, আগামীর পরিকল্পনা বাস্তবায়নে বিশাল বিনিয়োগ প্রয়োজন। সে বিনিয়োগের জন্য এ ধরনের চুক্তির প্রয়োজন। এই যাত্রা আমরা শুরু করলাম। একটি উন্নত বাংলাদেশ গড়তে এ ধরনের বিনিয়োগ আরও প্রয়োজন হবে।

এপিএসসিএল এমডি এএমএম সাজ্জাদুর রহমান বলেন, বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোকে সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে এ উদ্যোগ। ২০২৫ সালের মধ্যে ২৮ হাজার ২৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ৪৭ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন হবে।

প্রসঙ্গত, ইস্যুকৃত বন্ডের মধ্যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড ১০০ কোটি, অগ্রণী ব্যাংক ১০০ কোটি, রূপালী ব্যাংক ৭৫ কোটি, সোনালী ব্যাংক ৫০ কোটি, উত্তরা ব্যাংক ২০ কোটি, সাধারণ বীমা ২০ কোটি এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ২০ কোটি টাকার বন্ড নিয়েছে। অনুষ্ঠানের শেষে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বন্ড ক্রয়ের চুক্তি (সাবস্ক্রিপসন এগ্রিমেন্ট) সই করেন এপিএসসিএল এমডি এএমএম সাজ্জাদুর রহমান।