খােলাবাজার২৪,শনিবার, ২৯ডিসেম্বর ২০১৮ঃ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার ৭ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। পিরোজপুর জেলার ৭ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি তৎপর হওয়ার কারনে আতঙ্কে আওয়ামী লীগ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন সোমবার সাংবাদিকদের জানান, নির্বাচনকে শান্তিপূর্ন ও নিরাপত্তা বিধান করতে জেলার ৭ উপজেলায় ১ প্লাটুন সেনা সদস্য ও ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা সদর, নেছারাবাদ ও মঠবাড়িয়া উপজেলায় সেনাবাহিনীর তিনটি ক্যাম্প স্থাপনসহ মোট ৩ শতাধিক সেনা সদস্য টহলে থাকবে। এছাড়া, ৯ প্লাটুন বিজিবি সদস্যের মধ্যে পিরোজপুর সদর ও মঠবাড়িয়া উপজেলায় ২ টি ক্যাম্প স্থাপনসহ জেলায় মোট ১শ’৮০ জন বিজিবি সদস্য সার্বক্ষনিক নিরাপত্তাবিধানে নিয়োজিত থাকবে।
একই সঙ্গে পিরোজপুর সদর ও মঠবাড়িয়া উপজেলায় ২ প্লাটুন সদস্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।