Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,রবিবার, ৩০ডিসেম্বর ২০১৮ঃ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম বলেছেন, ভোট দিতে গিয়ে কেন্দ্রে প্রধান বিরোধী দলগুলোর কোনো পোলিং এজেন্টের দেখা পাননি তারা। রোববার সকালে ঢাকায় দুটি ভোটকেন্দ্রে নিজেদের ভোট দেয়ার পর দুই কমিশনার এ কথা জানান।

সকাল ৯টায় মগবাজারের ইস্পাহানী গার্লস হাইস্কুল কেন্দ্রে ভোটদান শেষে মাহবুব তালুকদার বলেন, এই কেন্দ্রে বিরোধী দলের কোনো নির্বাচনী এজেন্ট ছিল না। সারাদেশ থেকেও আমার কাছে অনিয়মের অভিযোগ আসছে।

এদিকে লেক সার্কাস স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন রফিকুল ইসলাম। ভোট দেয়া শেষে তিনি বলেন, এটি ছাড়া আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছি আমি। এই দুই কেন্দ্রে বিএনপি জোটের কোনো এজেন্টের দেখা পাইনি। তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান তিনি।

এগুলো ছাড়া আরো বেশ কয়েকটি ভোটকেন্দ্রে প্রধান বিরোধী দলগুলোর পোলিং এজেন্টদের দেখা না পাওয়ার আভাস পাওয়া গেছে।