Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,সোমবার, ৩১ডিসেম্বর ২০১৮ঃ বেশির ভাগ আসনেই জয় পেয়েছে নৌকা। আসন জয়ের দিক থেকে নৌকার পরেই লাঙলের অবস্থান। আর এর পরের স্থানে আছে ধানের শীষ। 


সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২৮৬ আসনের ফলাফলে নৌকা জিতেছে ২৫২ আসনে। লাঙল জয় পেয়েছে ২২ আসনে। অন্যদিকে রাজনীতিতে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পেয়েছে ৬টি আসনে। ছয়টি আসন পেয়েছে অন্যান্য দল।

অন্যদিকে ধানের শীষ প্রতীক জয় পেয়েছে ৬টি আসনে। রাজশাহী বিভাগে ৪টি আসনে জয় পেয়েছে ধানের শীষ। এগুলো হলো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), মোশাররফ হোসেন (বগুড়া-৪), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) ও হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। সিলেট বিভাগের মৌলভীবাজার-২ আসনে জয় পেয়েছেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। অন্যদিকে রংপুরের ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষে জয় পেয়েছেন জাহিদুর রহমান ।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়। এবারের নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নেয়।  তফসিল ঘোষণা করা হয় গত ৮ নভেম্বর। এরপর একবার পুনঃ তফসিল করা হয়। এর ফলে ভোটের তারিখ ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর করা হয়।