Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলাবাজার২৪,সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯ঃ চলতি বছরের গোল্ডেন গ্লোবের জমজমাট আসর বসল রোববার। রেড কার্পেটে ঝড় তুললেন হলিউডের বড় বড় সেলিব্রিটিরা।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, দ্য বেভারলি হিলটন বলরুমে ৭৬তম গোল্ডেন গ্লোবের ঘোষকের দায়িত্বে ছিলেন অভিনেত্রী সান্দ্রা ও এবং অভিনেতা-কমেডিয়ান অ্যান্ডি স্যামবার্গ।

ভাইস ছবির জন্য সেরার পুরস্কার জিতেছেন রামি মালেক, গ্লেন ক্লোজ, ক্রিশ্চিয়ান বেল সহ অনেকে। ব্রেডলি কুপার ও লেডি গাগার আ স্টার ইন বর্ন প্রথমবার জিতল বেস্ট অরিজিনাল সং-এর পুরস্কার।

কোন বিভাগে কাদের হাতে উঠল গোল্ডেন গ্লোব, দেখে নিন একনজরে। রইল বিজেতাদের সম্পূর্ণ তালিকা।

সেরা অভিনেতা (ড্রামা) – রামি মালেক (বোহেমিয়ান রপসোডি)

সেরা পরিচালক (মোশন পিকচার) – আলফোনসো কুয়ারন (রোমা)

সেরা মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি) – গ্রিন বুক

সেরা অভিনেত্রী (ড্রামা) – গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) – অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

সেরা অভিনেতা (ড্রামা) – রামি মালেক (বোহেমিয়ান রপসোডি)

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) – ক্রিশ্চিয়ান বেল (ভাইস)

সেরা সহ অভিনেতা (মোশন পিকচার) – মাহেরশালা আলি (গ্রিন বুক)

সেরা সহ অভিনেত্রী (মোশন পিকচার) – রেজিনা কিং ( ইফ বেল স্ট্রিট কুড টক)

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ-ড্রামা) – সান্দ্রা ও, কিলিং ইভ

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল/কমেডি) – দ্য কমিনস্কি মেথড (নেটফ্লিক্স)

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ/টিভির জন্য তৈরি মোশন পিরচার) – প্যাট্রিশিয়া আরকুয়েট (এসকেপ অ্যাট ডেনমোড়া)