খােলাবাজার২৪,বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনের প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা এবং পিরোজপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট এনায়েত হোসেন খানের মেয়ে শেখ এ্যানি রহমান নির্বাচনী প্রচারণা চালিয়েছিল নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত। তিনি আওয়ামীলীগ থেকে নির্বাচন করার জন্য বিশাল সোডাউন করে দলীয় ফরমও সংগ্রহ করেছিলেন। কিন্তু দল তাকে চূড়ান্ত নমিনেশন না দেয়ায় দলের প্রতি আস্থারেখে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এর পক্ষে নির্বাচন করে তাকে বিপুল ভোটে বিজয়ী করেন।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে থেকে ৫০ জন নারী জাতীয় সংসদে যাবেন। শোনা যাচ্ছে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে থেকে একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে সাংসদ সদস্য হচ্ছেন শেখ এ্যানি রহমান এবং তিনি সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন।
এবিষয়ে শেখ এ্যানি রহমান খােলাবাজার২৪ডট কমকে বললেন, ‘আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই। এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি। আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব।