Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শনিবার,  ১২ জানুয়ারি ২০১৯ঃ  নতুন বছরে নতুন খবর নিয়ে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়িকা ববি। গত বছর ঢাকার পর অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ ছবিটি মুক্তি পেলে ব্যাপক সাড়া পান এ অভিনেত্রী। ‘বিজলী’ হচ্ছে ববি অভিনীত ও প্রযোজিত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এ ছবির ‘পার্টি পার্টি’ শিরোনামের গানটি দর্শকরা বেশ পছন্দ করে। ছবিতে ববির বিপরীতে অভিনয় করেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। সুপার হিরো ছবির ধরন অনুযায়ী এ ছবির ভিএফএক্সের কাজ দর্শকরা খুব এনজয় করেছেন। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বেপরোয়া’ নামে একটি ছবিতেও কাজ করছেন ববি। এ ছবিতে তার বিপরীতে ছিলেন রোশান।

ছবিটি একটিমাত্র সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তাই এ বছর প্রযোজনা প্রতিষ্ঠান বড় পরিসরে এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিবে বলে জানা গেছে। া ববি বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে মানবজমিনকে বলেন, এখানে কয়েকদিন পর নতুন ছবি ‘রক্তমুখী নীলা’র কাজ শুরু হচ্ছে। মূলত এ ছবির কাজেই এখানে আসা। ছবিটি পরিচালনায় আছেন ভারতের জয়দীপ মুখার্জি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন সব্যসাচী মিশরা। কাজটি নিয়ে আমি আশাবাদী। এদিকে শাকিব খানের বিপরীতে ‘নোলক’ নামে নতুন ছবি নিয়ে শিগগিরই হাজির হবেন ববি। এ ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘নোলক’-এর ফাস্ট লুক প্রচারের পর দর্শকদের দারুণ সাড়া পেয়েছিলাম। এদিকে এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। ছবির গল্পটিও মৌলিক। এটি শিগগিরই সেন্সরে জমা হবে বলে জেনেছি। এ ছবিটি পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন সাকিব সনেট। ‘নোলক’ ছবিতে আরো অভিনয় করবেন ওমর সানী-মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। এ ছবির বাইরে ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিতে অভিনয় করেছি। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এটিও চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন বছরে আর কি কি সুখবর দিবেন ববি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন বছরে একাধিক ছবির কাজ শুরু করতে যাচ্ছি। ‘রক্তমুখী নীলা’ ছবির কাজ করার পর ঢাকায় ফিরে শাকিব খান, ডিএ তায়েবের বিপরীতে একটি ছবিতে কাজ করব। সব ঠিক থাকলে এটা একটা চমক হবে। এরইমধ্যে সব চুড়ান্ত করে সকলকে জানাতে চাই। এর আগে ববি শাকিবের বিপরীতে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘রাজত্ব’ নামে চারটি ছবিতে অভিনয় করেছেন। নতুন ছবির নাম বা গল্পটা কি জানতে চাইলে ববি বলেন, এখনই সবকিছু জানাতে চাই না। নতুন বছরের ধামাকা এটি। তাই বেশ বড় পরিসরের অনুষ্ঠানের মাধ্যমেই জানাব এ বিষয়ে। শিগগিরই ঢাকা ফিরে এ ছবি প্রসঙ্গে বিস্তারিত সকলকে জানাব। আগে থেকে এখন আর কিছু বলতে চাই না। ঢালিউডের গ্ল্যামার গার্ল ববি আজকের আলাপনে সবশেষে জানালেন এ বছরে বেশকিছু ভালো মানের ছবি দর্শকদের উপহার দিতে চান তিনি।