Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ছেলেকে দেখতে ‘শেষবারের মতো’ মায়ের আর্তি

খােলাবাজার২৪, রবিবার,  ১৩জানুয়ারি ২০১৯ঃ মা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে, তাই শেষবারের মতো বুকের ধন ছেলেকে দেখতে বার বার আর্তি জানাচ্ছেন। ছেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। তিনি এখন কারাগারে বন্দি।

মায়ের এই আর্তির কথা জানিয়ে খোকনের পাঁচ ভাইবোন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।  মানবিক কারণে খোকনের মামলাগুলো প্রত্যাহার-পূর্বক দ্রুততম সময়ের মধ্যে তাকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান পরিবারের সদস্যরা।

বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতা খায়রুল কবির খোকন কিছু ‘গায়েবি’ মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি। আমরা নিশ্চিতভাবে জানি  আমাদের ভাইয়ের পক্ষে এসব মামলার আসামি হওয়ার মতো নিষ্ঠুর স্বভাব কখনই ছিল না। এখনো নেই। তবু তার জামিন হচ্ছে না, যা খুবই বেদনাদায়ক। এদিকে খোকন কারাবন্দী থাকায় আমাদের মা মানসিক পীড়নে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। নব্বই বছরের বেশি বয়স্ক আমাদের মা এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তিনি তার ছেলেকে শেষবারের মতো দেখে যেতে চান। হাসপাতালের বেডে থেকে মাঝে মাঝে খোকনের বিষয়ে জানতে চাইছেন।

এই মুহূর্তে মুক্তি না পেলে খোকন মায়ের সাক্ষাৎ পাবে কিনা জানি না।

বিবৃতিতে স্বাক্ষর করেন খোকনের বড় ভাই মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুজ্জামান রুনু, বোন হাবিবুন্নাহার বেগম, মিসেস দিলারা বেগম ও ছোট বোন নিলুফা ইয়াসমিন এবং ছোট ভাই মো. জাকারিয়া কবির।