Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

টস হেরে প্রথমে ব্যাট করে থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান তোলে কুমিল্লা। কিন্তু জবাবে ২ বল হাতে রেখে ৬ উইকেটে ১৮৬ রান করে অবিশ্বাস্য জয় তুলে নেয় চিটাগং। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মুশফিক।

কুমিল্লার রানের পাহাড়ের জবাবে চিটাগংকে শুরুটা দারুণ ‌এনে দেন ওপেনার মোহাম্মদ শেহজাদ। ২৭ বলে ৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই আফগান ক্রিকেটার। তিনি ছয় মেরেছেন ২টি ও চার ৬টি। অন্য ওপনার ক্যামেরন ডেলপোর্ট অবশ্য ব্যক্তিগত ১৩ রানেই সাজঘরে ফিরে যান। তিন নম্বরে নামা ইয়াসির শাহও (৪) দাঁড়াতে পারেননি বেশিক্ষণ।

অর্থাৎ ৭০ রানে তিন উইকেট হারিয়ে ফেলে চিটাগং। এরপরই শুরু মুশফিকের ম্যাচজয়ী ইনিংসের মহাকাব্য। দুর্দান্ত ব্যাটিংয়ে প্রায় একাই জিতিয়ে ফেলেন দলকে। তাকে সঙ্গ দেওয়া নাজিবুল্লাহ জাদরান ও মোসাদ্দেক হোসেনের রান যথাক্রমে ১৩ ও ১২।

মুশফিক আউট হয়ে গেলে বাকি বাজটা সারেন রবি ফ্রাইলিংক। বল হাতে পেরেরার হাতে বিষম মার খাওয়া এই ক্রিকেটার ৫ বলে অপরাজিত ৯ রান করে দলের জয় নিশ্চিত করেন।

কুমিল্লার হয়ে ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন।