Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,  ১৫ জানুয়ারি ২০১৯ঃ গত ১৩ ও ১৪ই জানুয়ারী গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এ অনুষ্ঠিত হয়েছে বেস্ট ইলেক্ট্রনিক্সের বার্ষিক সম্মেলন।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইলেক্ট্রনিক্সের সম্মানিত চেয়ারপার্সন শারমিন মমতাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, পরিচালক সেলস সৈয়দ আশহাব জামান, পরিচালক মার্কেটিং সৈয়দ তাহমিদ জামান এবং সকল শোরুমের ব্যবস্থাপক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উক্ত সম্মেলনে ২০১৯ সালকে ঘোষণা করা হয়েছে সবুজ বছর হিসেবে। দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে শুধু বিদ্যুৎ উৎপাদন নয় বিদ্যুৎ ব্যবহারে ও সাশ্রয়ী হতে হবে।

এই উদ্দেশ্যকে সামনে রেখে দেশব্যাপী বিস্তৃত ১১৮টি শোরুম এবং ২০০ এর ও বেশি ডিলার পয়েন্টে বিশ্ব নন্দিত, বিদ্যুৎ সাশ্রয়ী সব ইলেক্ট্রনিক্স পণ্য নিয়ে এসেছে বেস্ট ইলেক্ট্রনিক্স।

এ সম্মেলনের ঘোষণা অনুযায়ী বেস্ট ইলেক্ট্রনিক্স ২০১৯ সালের মধ্যে ১৫০টি নিজস্ব শোরুম এবং ৫০০ ডিলার পয়েন্ট স্থাপন করার লক্ষ্য স্থির করা হয়েছে।