Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ঃ  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন – ২০১৯, গত ১৫ জানুয়ারি ২০১৯ তারিখে ব্র্যাক সিডিএম, সাভারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি। ব্যবসা সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান জনাব আখতার মতিন চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব এম এ সবুর, পরিচালনা পর্ষদের সদস্যমন্ডলী যথাক্রমে জনাব নুরুল ইসলাম চৌধুরী, জনাব বজল আহমেদ, জনাব আসিফুজ্জামান চৌধুরী, জনাব বশির আহমেদ এবং জনাব মোঃ তানভীর খান। এছাড়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব আরিফ কাদরি ও জনাব মোহাম্মদ মামদুদুর রশিদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ সোহরাব মুস্তাফা, জনাব নাবিল মুস্তাফিজুর রহমান, জনাব আবুল আলম ফেরদৌস, জনাব এন মুস্তাফা তারেক এবং জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ উর্দ্ধতন নির্বাহীবৃন্দ ও সকল শাখার শাখাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থায় শীর্ষস্থানীয় ব্যাংকের আসন ধরে রাখতে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্ববান জানান।

প্রারম্ভে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শওকত জামিল তাঁর স্বাগত বক্তব্যে বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় অর্থনীতির সাথে এর সম্পৃক্ততা সবিস্তারে ব্যাখ্যাপূর্বক সর্বক্ষেত্রে পরস্পর সহযোগিতামূলক ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে অভিষ্ঠ লক্ষ্য অর্জনে এবং ইউসিবির উত্তরোত্তর সফলতা নিশ্চিতকল্পে সকলের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরি।