Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জবিতে চলচ্চিত্র উৎসব ২২ জানুয়ারি

খােলাবাজার২৪,শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ঃ দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ আয়োজন করছে ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উৎসব।

আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে মি.বাংলাদেশ, দেবী, দহন, কমলা রকেট, স্বপ্নজালসহ মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের দ্বিতীয় অংশে ‘জেনারেটিং অডিয়েন্স: ফিল্ম ফেস্টিভ্যালস অ্যান্ড পাবলিক স্ক্রিনিং অ্যাট কলেজ অ্যান্ড ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এতে অংশগ্রহণকারী চলচ্চিত্রসমূহের পরিচালকরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।