খােলাবাজার২৪,শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না।
তিনি বলেন, যেখানে বিএনপিতেই ভাঙনের সুর, সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট যেভাবে গঠিত হয়েছে তাতে আগেই মনে হয়েছে, এটি টিকবে না। কারণ এ জোটে কোনো নীতি-আদর্শ নেই।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
সংরক্ষিত নারী আসনে ত্যাগী নেতাকর্মীদের বেশি মূল্যায়ন করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয় উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিষয়ে নেতাকর্মীসহ সবাইকে হুঁশিয়ার করবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী সমাবেশে ২১ শ সালের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন বলে জানান কাদের।
এরপর ওবায়দুল কাদের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পুরো প্রস্তুতি ঘুরে দেখেন।