Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশের দুই প্রবীণ ও আলোচিত রাজনীতিক হুসেইন মুহম্মদ এরশাদ ও ড. কামাল হোসেন।

রবিবার পৃথক পৃথক সময়ে তারা ঢাকা ছাড়বেন। সংশ্লিষ্ট সুত্রে এসব তথ্য জানা গেছে।

ড. কামাল হোসেন এর আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০ জানুয়ারি প্রথম প্রহরে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন। দেশে ফিরবেন তিনি ২৫ বা ২৬ জানুয়ারি।

শনিবার সন্ধ্যায় গণফোরামের সেক্রেটারি মোস্তফা মোহসীন মন্টু গণমাধ্যমকে বলেন, আজ মধ্য রাতে স্ত্রী হামিদা হোসেনসহ ড. কামাল সিঙ্গাপুর যাবেন।

এদিকে অসুস্থতার কারণে রবিবার বেলা ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে দলের কয়েকজন বিশ্বস্ত নেতাও যেতে পারেন। ইতোমধ্যে তিনি ছোট ভাই জি এম কাদেরকে নিজের অনুপস্থিতিতে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ঘনিষ্ঠভাজন এস এম ফয়সল চিশতী গণমাধ্যমকে বলেন, ‘রবিবার বেলা ১২টায় জাপার চেয়ারম্যান সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি সেখানে স্থানীয় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন।’

এরশাদের ফিরে আসার কোনও সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি সংশ্লিষ্ট কোনও নেতা।