Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে সামছু ওরফে বার্মায়া সামছু নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা কারবারি। তাকে আগের দিন রবিবার গ্রেফতার করা হয়েছিল। এঘটনয় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি।

সোমবার (২১ জানুয়ারি) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মো. শামশুল প্রকাশ বার্মায়া শামশু হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার মো. হোসেনর ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রবিবার সামছুকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার কাছে ইয়াবা সংরক্ষিত আছে। পরে রাতে তাকে নিয়ে পুলিশের  একটি দল টেকনাফের লেদা চেকপোস্টে ইয়াবা উদ্ধারে গেলে সামছুর দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও ৪০ রাউন্ড গুলি চালায়। পরে তার পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সামছুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য এএসআই রাসেল, মো. ফয়েজ ও মো. আমির। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সামছুর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে বলেও ওসি জানান।