খােলাবাজার২৪,সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ঃধর্মীয় উসকানির অভিযোগে করা চার বছর আগের এক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
২০১৪ সালের ২১ অক্টোবর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ১৪ই অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবর-দখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয় বলে মন্ত্যব করেন তিনি।
গত ৩০ জুন অভিযোগের সত্যতা পাওয়ায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস। এরপর মামলার বাদী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুদকের দায়ের করা ৭ বছরের কারাদন্ড দেয়া হয়। গত ৩০ অক্টোবর দুদকের আরেকটি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে কারান্তরীণ আছেন তিনি।