আহত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক যুবকের সাথে বাক-বিতণ্ডায় জড়ান ছাত্রলীগ নেতা ইমতিয়াজ।
এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে স্থানীয় বাধন নামের এক যুবকের মাথা ফেটে যায়। পরে ঘটনাস্থল ত্যাগ করে দুই পক্ষ।
পরবর্তীতে ৫টি মোটরসাইকেলে করে প্রতিশোধ নিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢোকে স্থানীয় ওই যুবকেরা। এ সময় বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে মাসুমের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইমতিয়াজের গলায় ছুড়ি মেরে পালিয়ে যায় ওই যুবকরা।
এদিকে, হামলাকারীদের মধ্যে ইশতিয়াক আহমেদ রুমেল নামের এক যুবক পালাতে না পারায় শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী বলে দাবি করেন।
আহত ইমতিয়াজ আরবী বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।