Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,সোমবার২১জানুয়ারি২০১৯ঃসংবাদদাতা,ভাঙড়:বাল্য বিবাহ রোধ করতে সেমিনার করে বিশেষ বার্তা দিল সর্বভারতীয় নবচেতনা নামক একটি সমাজসেবী সংগঠন।

স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করে সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার পূরণ করতে ভাঙড় থানার ঘটকপুকুর এলাকারনলমুড়ি গ্রামে ২০ জানুয়ারি, রবিবার এক মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন বিশেষ দাগ কাটল। তিন হাজার গরিব মানুষকে স্বাস্থ্য শিবিরে সুচিকিৎসা দেওয়ার প্রয়াস ও আয়োজন সার্থক হলো। জানালেন, সর্বভারতীয় নবচেতনারসাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

দক্ষিণ ২৪ পরগনা জেলার নলমুড়ি গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফ্রিতে ওষুধ পেয়ে এবং সুচিকিৎসা পেয়ে তাঁরা উপকৃত হয়েছেন। সর্বভারতীয় নবচেতনার দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক জাহাঙ্গীরআলম-এর নেতৃত্বের গুণে মেঘা স্বাস্থ্য শিবির সফলতা পয়। আইএএস আধিকারিক শেখ নুরুল হক, আইপিএস মোহাম্মদ নিজাম শামিম, নবচেতনার সভাপতি ও আইপিএস পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর মহা মূল্যবান বক্তব্য রাখেন এদিন।

ডা: আমানুল হক সাহেবের উদ্যোগে বি এম বিড়লা হসপিটালের একটা কার্ডিয়াক টিম এসেছিল এই শিবিরে, তাঁরা দুর্দান্ত সহযোগিতার হাত বাড়িয়ে সুচিকিৎসা দিয়ে হৃদ রোগীদেরকে ইসিজিও করল। সকল হৃদ রোগে আক্রান্ত মানুষেরা দারুণখুশি হলেন। এবং ডা: আমানুল হক ও বি এম বিড়লা হসপিটালের কার্ডিয়াক টিমকে কুর্নিশ জানালেন। সব মিলিয়ে ১০০ রুগির হার্ট চেক আপ-এর সাথে সাথে ব্লাড সুগার পরীক্ষা এবং ইসিজি করা হয়। এদের মধ্যে ২০ জন রুগির উচ্চ রক্তচাপএবং ১১ জনের হাই ব্লাড সুগার পরীক্ষায় ধরা পড়ে, এরা কেউই জানত না তাঁদের এই অসুখের কথা। ডাক্তার আমানুল হক এ বিষয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন, এবং নিয়মিত এই ধরনের ফ্রিতে HEART CHECK UP camp করবারপরামর্শ দিয়েছেন।

পিজি হসপিটালের বিশিষ্ট ডা:  জামাল খান, ডা: পারভেজ আহমেদ খান এবং ডা: খাজা আলিম খানের নেতৃত্বে তিনটি ডাক্তারদের টিম অনেক ওষুধ নিয়ে আসেন এবং ফ্রিতে রোগীদের দেওয়া হয়।

এলাকার বহু মানুষ আন্তরিকভাবে এই উদ্যোগকে ধন্যবাদ দিলেন। এই মহতী প্রয়াসের আয়োজন করার জন্য।

সমাজকর্মী ও সর্বভারতীয় নবচেতনার অন্যতম নেত্রী ডা: নাবিলা খান বলছিলেন, “চিকিৎসা ব্যবস্থার বহু উন্নতি হয়েছে বাংলায়। তবুও আমরা দেখি বিভিন্ন প্রান্তে এখনও বেহাল দশা চলছে। বহু কষ্ট করে মানুষকে দূর দুরন্ত দৌড়াতে হচ্ছে সু-চিকিৎসা করানোর জন্য। বহু টাকা খরচ, গরীব অসহায় মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা, তাই আমরা “সর্বভারতীয় নবচেতনা”র উদ্যোগে ফ্রিতে সুচিকিৎসা করিয়ে সুস্থ করার প্রয়াস নিয়েছি। মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে সর্বত্র।ফ্রি মেডিসিন, ফ্রি পরীক্ষা নিরীক্ষা সহ, আর যে রোগ গুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় শুধু না জানার কারণে তা হলো ডায়াবেটিস ও হাইপারটেনশন, হার্ট ও কিডনি সহ বহু অসুখ তা চিহ্নিত করে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য”সর্বভারতীয় নবচেতনা” এগিয়ে এসেছে মানুষের কল্যাণে। সরকারি উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্র গুলোর পরিকাঠামোর অনেক উন্নত করেছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বড় আনন্দের বিষয় মানুষের প্রকৃত কল্যাণেও কাজকরছেন বাংলার মুখ্যমন্ত্রী। সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানরাও এগিয়ে আসছে সমাজের প্রকৃত কল্যাণের জন্য। “সর্বভারতীয় নবচেতনা”র মতো বহু প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আমরাও এগিয়ে এসেছি এবং অন্যরাও এগিয়েআসবে আগামী দিনে সাহায্য নিয়ে মানুষের কল্যাণে, আশা রাখি।”

সর্বভারতীয় নবচেতনার আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বললেন, “একটি বিষয় অবহিত করতে চাই সর্বভারতীয় নবচেতনা সমাজ কল্যাণকর ও দাতব্য সংস্থা হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে ৯ ডিসেম্বর রোকেয়াসাখাওয়াত হোসেন-এর মৃত্যু দিনকে স্মরণ করে। সমাজের পিছনের অংশের উন্নয়নের জন্য দরিদ্রতমদের মধ্যে কাজ করছে রাজ্য জুড়ে এই সংগঠন। সর্বভারতীয় নবচেতনার উদ্যোগে আমরা একটি মেডিকেল চেক্যাপ ক্যাম্প ও বাল্য বিবাহরোখার জন্য সেমিনারের আয়োজন করেছিলাম ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার  নদীয়া জেলার আলাইপুর গ্রামে।

এবার আমাদের সর্বভারতীয় নবচেতনার উদ্যোগে দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করতে পেরেছি ঘটকপুকুর এলাকার পাশের গ্রাম নলমুড়িত। কয়েক হাজার দরিদ্র পরিবার উপকৃত হলেন এই শিবির থেকে।

আমাদের সর্বভারতীয় নবচেতনার মাননীয় চেয়ারম্যান হুমায়ুন কবীর, আইপিএস, পুলিশ বিভাগে ডিআইজি পদে কর্মরত, শেখ নুরুল হক, আইএএস, মোহাম্মদ নিজাম শামীম, আইপিএস, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবী, ড. আবুল হোসেনবিশ্বাস, কোষাধ্যক্ষ, একজন বিখ্যাত লেখক ও গবেষক, এম এ ওহাব, বিশিষ্ট সমাজসেবী ও ডিরেক্টর শিস্,  ডা: খাজা আলিম আহমেদ, ডা: পারভেজ আহমেদ খান, ডা: আমানুল হক ও ডা: নাবিল খান, ডা: শাহিন নওয়াজ, ডা: ময়ূরাক্ষ্মী মিত্র,ডা: এস এন রায়, হুজুর আজাদ মহালদার, সহ বহু বিশিষ্ট ডাক্তার ও সমাজকর্মী উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির সফল করলেন।

সমাজসেবী কাইজার আহমেদ, মোহ: সহিদুল ইসলাম লস্কর, মোহঃ জয়নুল ইসলাম, সাজাহান মোল্লা, অধ্যাপক মফিকুল ইসলাম, পীরজাদা