খােলাবাজার২৪,সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নব গঠিত মন্ত্রিসভাকে ভুয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার (২১জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘গত ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে এ নির্বাচন একটি ভুয়া নির্বাচন। এই নির্বাচনের যে মন্ত্রিসভা গঠন করেছে তা ভুয়া। টিআইবি রিপোর্ট দেখা গেছে দেশের অধিকাংশ আসনে সিল মারা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইয়াহিয়া খান আমাদের ভোটের অধিকার দেয় নাই। আমরা আন্দোলন করে সেই ভোটের অধিকার আদায় করেছি। ভেবেছিলাম দেশ স্বাধীন হলে ভোটের অধিকার ফিরে পাব। কিন্তু আমরা এখনো ভোটের অধিকার পাইনি।’
সেলিম বলেন, ‘দেশ আজ দুই ভাগে বিভক্ত হয়েছে, এক ভাগ ৯৯% মানুষ, যারা সবসময় শোষিত হচ্ছে। আর এক ভাগ ১ পার্সেন্ট, যারা শোষণ করে যাচ্ছেন, দুর্নীতি করে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে। সে দুর্নীতির টাকা দিয়ে, লুটপাটের টাকা দিয়ে, দেশের সব কিছু নিজের মতো করে দখল করে নিয়েছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করছে। যার ফলে আমরা দেখতে পাই সমস্ত জনগণের উপর শোষণের পাহাড় আজকে চাপিয়ে দেওয়া হয়েছে।’
এসময় তিনি জনগনকে এসব লুটপাটের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা শাহ আলম, সরদার রুহিন হোসেন প্রিন্স, সাজেদুল হক রুবেল প্রমুখ।