
খােলাবাজার২৪,বৃহস্পতিবার ২৪, জানুয়ারি ২০১৯ঃ ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চিটাগং ভাইকিংস। বুধবার রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহীমের দল। এর ফলে দুই নম্বরে নেমে গেছে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার থেকে শুরু বিপিএলের চট্টগ্রাম পর্ব।
বুধবার রাজশাহী দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি চিটাগংকে। আর দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক নিজেই। ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। মেরেছেন ২টি ছক্কা ও ৬টি চার।
অপরপ্রান্তে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। তিনিও খেলেছেন একটি বিস্ফোরক ইনিংস। ২৬ বলে অপরাজিত ছিলেন ৪৩ রানে। ২টি ছক্কা ও ৪টি চার ছিল মোসাদ্দেকের ইনিংসে। এই দুইজনের ব্যাটেই ১৯.৪ ওভারে ১৫৯ রান করে জয় নিশ্চিত করে চিটাগং।
এর আগে শুরুতেই ওপেনার ক্যামেরন ডেলপোর্টকে (১) হারায় চিাটাগং। তিন নম্বরে নামা ইয়াসির আলীও (৩) ফিরে যান দ্রুতই। অন্য ওপেনার মোহাম্মদ শেহজাদ ১৭ বলে ২৫ রান করেন। এছাড়া নাজিবুল্লাহ জাদরান করেন ২৩ রান।
রাজশাহীর হয়ে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন আরাফাত সানি। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন এক উইকেট।