Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপকমিটির সভা শেষে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন,২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রকৃতপক্ষে তাদের আত্মহননের মতো সিদ্ধান্ত ছিল। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে তাহলে সেটিও ২০১৪ সালের মতো আত্মহননের মতো সিদ্ধান্ত হবে। তবে নির্বাচন কারও জন্যে থেমে থাকবে না।

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠিত হয়েছিল। তারা পাঁচ বছর দেশ পরিচালনা করেছে। সুতরাং উপজেলা নির্বাচনেও যদি তারা (বিএনপি) না যায় সে ক্ষেত্রেও নির্বাচন থেমে থাকবে না।’

বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিবে এমন দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নির্বাচন নিয়ে বক্তব্য সব সময় নাচতে না জানলে উঠান বাঁকার মতো।

আগামী ২২ ফেব্রুয়ারি জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ খেতাব প্রাপ্তির ৫০ তম বর্ষ ২২ ফেব্রুয়ারি। আমরা সেই উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে জায়গা প্রাপ্তি সাপেক্ষে দু’দিনব্যাপী বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করব। এছাড়া ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির পক্ষ থেকে দেশে বিদেশের বরেণ্য লেখকদের বক্তব্য সম্বলিত একটি প্রকাশনা বের করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আপনারা জানেন “তারুণ্যই শক্তি” এই স্লোগান ছিল আমাদের ইশতেহারে। আরেকটি স্লোগান ছিল “আমার গ্রাম আমার শহর”। গ্রামে যাবে সব শহরের সুবিধা। বাংলাদেশের তরুণরা এবার ব্যাপকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ধস নামানো বিজয় হয়েছে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে। আমরা তরুণ প্রজন্মকে আমাদের কর্মকাণ্ডের সঙ্গে এবং জাতির জনকের স্বপ্ন পূরণে জাতির জনকের কন্যা শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১, ভিশন ২০৪১ বাস্তবায়নে আমরা তরুণ প্রজন্মকে আমাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এপ্রিল মাসে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করব।’

এছাড়া প্রচার কমিটিকে আবারও পুনর্গঠিত করে বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক ছাত্রনেতা সুজাতুর রহমান, সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান এবং সালাউদ্দিন রিপনকে প্রচার উপকমিটির সদস্য করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শেখ তন্ময় প্রমুখ।