শনিবার (২৬ জানুয়ারি) সন্ধায় নগরীর কাচারীঘাটের বালুর চরে দিঘী এন্টারপ্রাইজ এর আয়োজনে ও দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. জহিরুল হক, সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অফ কমার্স এর সহ সভাপতি শংকর সাহা।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বলেন, বাণিজ্য মেলা হলো বিক্রয়, বিপনন ও প্রসারের স্থান বা মাধ্যম। তাই মেলা যেনো টেকসই হয়। তিনি মেলা কর্তৃপক্ষের প্রতি উদ্যোক্তাদের একটু সুযোগ সৃষ্টির আহ্বান জানান।
মেলায় এবার বাড়তি অকর্ষণ যোগ হয়েছে শিশুদের জন্য বেবীজোন। এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে যা শিশুদের আনন্দ জোগাবে। মেলা দেশীয় পণ্যের বিপুল সমারহ নিয়ে ১০৪ টি স্টল বসছে। যেখানে পুরুষ, মহিলা, শিশুদের জন্য বিভিন্ন পোশাক। মেলায় নারী উদ্যোক্তাদের জন্য ১৬ টি স্টল বরাদ্দ রয়েছে। সময় যত গড়াবে মেলা তত জমজমাট হয়ে উঠবে বলে আয়োজকদের আশা।