Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ঃপেটের মধ্যে করে ইয়াবা নিয়ে ঢাকায় আসার সময় চট্টগ্রামের পুলিশ এক খণ্ডকালিন মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে।

শনিবার বিকেলে নগরীর মইজ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিএসপির কর্ণফুলি থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার শিক্ষক হলেন— মো. এনায়েত উল্লাহ (৪০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরীপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে।

চট্টগ্রাম নগরীর তুলাতলি এলাকায় একটি মসজিদে ইমামতির পাশাপাশি একটি মাদ্রাসায় খণ্ডকালিন শিক্ষকতা করেন তিনি।

কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর মাহমুদ বলেন, কক্সবাজার থেকে পেটের মধ্যে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন এনায়েত উল্লাহ। মইজ্যারটেক এলাকায় একটি বাস থেকে নেমে আরেকটি বাসে ওঠার সময় পুলিশের সন্দেহ হয়। এসময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পেটে ইয়াবা আছে। পরে বিশেষ কায়দায় পেটের ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা বের করা হয়।

এদিকে, এদিন সোনিয়া আকতার (২৪) নামের এক তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে আরো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোনিয়া এনায়েত উল্লাহর পাশাপাশি একই গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসেন।

সোনিয়া চট্টগ্রাম মহানগরে ডবলমুরিং থানাধীন মিস্ত্রী পাড়ার মো. সুমনের স্ত্রী।