Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯ঃচরম রাজনৈতক অস্থিরতা শুরু হয়েছে ভেনিজুয়েলা। মনে করা হচ্ছে যে কোনও সময় গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে।

দেশটির প্রেসিডেন্ট মাদুরো এবং সম্পতি স্বঘোষিত অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট বিরোধী নেতা জুয়ান গুইয়াদোর মুখোমুখি অবস্থানে দেশটির এ অবস্থা তৈরি হয়েছে।

দেশটির কট্টর মার্কিনবিরোধী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এরি মধ্যে শুরু করেছেন সামরিক মহড়া।

দেশটির অভ্যান্তরিণ রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিতেও ছড়িয়েছে ব্যপক উত্তেজনা।

একদিকে রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।

অপরদিকে বিরোধী নেতা জুয়ান গুইয়াদোকে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, অষ্ট্রলিয়া, ইসরাইল সহ আরো কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছে।

এরই মধ্যে ভেনেজুয়েলায় থাকা মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এর জবাবে বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদোর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নিলে মাদুরোকে দেখে নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এ হুশিয়ারি উচ্চারণ করেছেন।

সরকার আর বিরোধী দলের এ হমকি-ধমকিত শংকিত দেশটির সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তার জন্য পাশ্ববর্তী দেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

এদিকে আগামী বুধবার ও শনিবার সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে গুয়াইদো।

ভেনেজুয়েলায় নতুন করে ভয়াবহ রাজনৈতিক সংকট দেখা দেয়ায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার মানুষ। অনেকে ভীত-সন্ত্রস্ত হয়ে পরিবার পরিজন ছেড়েই দেশ ছেড়ে পালাচ্ছেন। আর এদের মধ্যে বেশিরভাগ যাচ্ছে পার্শ্ববর্তী দেশ কলাম্বিয়ায়। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কলম্বিয়ায় ঢুকে পড়ছে তারা।

গত বছরের মে মাসে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মাদুরো। বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করে আসছে। আর এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। তারপর থেকেই সম্ভাব্য গৃহযুদ্ধের দারপ্রান্তে দাঁড়িয়েছে দেশটি।