Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ডিএনসিসিতে মেয়র পদে জাতীয় পার্টির ফরম কিনলেন শিল্পী শাফিন

খােলাবাজার২৪,সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম কিনেছেন করেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ।

সোমবার জাতীয় পার্টির কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

শাফিন ছাড়াও মেয়র পদে ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

এর মধ্যে সংরক্ষিত আসনে ১ জন মাহিলা কাউন্সিলর প্রার্থী আছেন। রোববার এবং সোমবার এই মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পার্টি মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, দেশীয় ব্যান্ড সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র মাইলসের ভোকাল শাফিন আহমেদ। দেশের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় তিনি। গান গেয়ে তিন দর্শকেরও বেশি সময় শ্রোতাদের মন জয় করে চলেছেন এ সঙ্গীতশিল্পী। এবার সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও নেমেছেন।

এর আগে তিনি ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন।

সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ।

অন্যরকম