Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত

খােলাবাজার২৪,মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ঃ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালের সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে প্রথমবারের মতো একই বছর আলাদাভাবে নারী ও পুরুষ আসর অনুষ্ঠিত হবে। তবে পুরুষদের ‘সুপার ১২’র মূল টুর্নামেন্টে খেলতে হলে আসরের বাছাইপর্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই আসতে হবে বাংলাদেশকে।

পুরুষদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ ৮ দলসহ মোট ১৬ দলের টুর্নামেন্টটি শুরু হবে ২০২০ সালের ২৪ অক্টোবর। অস্ট্রেলিয়ার ৮ শহরের ১৩টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দুই বিভাগেরই ফাইনালের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

২১ এ ফেব্রুয়ারিতে শুরু হবে নারীদের বিশ্বকাপ। খেলবে ১০ দেশ। বিশ্বনারী দিবস ৮ মার্চ আসরের ফাইনাল। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পুরুষদের ইভেন্ট। ১৬ দেশের বিশ্বকাপ তবে আসল লড়াই ‘সুপার ১২’ স্টেজে।

১৮ থেকে ২৩ অক্টোবর হবে ৮ দেশের প্রথম রাউন্ড। ২০১৮ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত র‍্যাংকিংয়ের নয় আর দশ নম্বর হওয়ায় শ্রীলঙ্কা আর বাংলাদেশকে পেরুতে হবে এই রাউন্ডের গন্ডি। এই রাউন্ডের এ গ্রুপে আছে শ্রীলঙ্কার আর বি গ্রুপে বাংলাদেশ। এই রাউন্ড থেকে ৪ দল খেলবে সুপার টুয়েলভে।

যেখানে ১ নম্বর গ্রুপ এ পাকিস্তান, অস্ট্রেলিয়া, উইন্ডিজ, নিউজিল্যান্ড গ্রুপ এ চ্যাম্পিয়ন আর গ্রুপ বি রানার্স আপ মুখোমুখি হবে।

গ্রুপ দুইয়ে আছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, বি গ্রুপ চ্যাম্পিয়ন ও এ গ্রুপ রানার্স আপ।

১১ নভেম্বর সিডনিতে আসরের প্রথম সেমিফাইনাল। পরদিন দ্বিতীয় সেমির ভেন্যু অ্যাডিলেইড। ১৫ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। চলতি বছরের শেষভাগে অনলাইনে ছাড়া হবে টিকিট।