Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ঃ সংবর্ধনায় সিক্ত হলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি, সদ্য নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং একই সঙ্গে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্পোর্টস কাউন্সিল গেমসে সোনাজয়ী আট উশুকারদেরকেও উশু ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি পাঞ্জাবে অনুষ্ঠিত এক গেমসেই আটটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জেতেন বাংলাদেশের উশুকাররা। এটা বাংলাদেশের উশু ফেডারেশনের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন।

আজ সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ উশু ফেডারেশনের পক্ষ থেকে গোলাপ ও উশুকাদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এবং বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, উশু ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন এবং ফেডারেশনের অন্য কর্মকর্তারা।