Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯ঃ  ছবির নাম ‘ফ্রড সইয়াঁ’। পরিচালনা করেছেন সৌরভ শ্রীবাস্তব। প্রযোজনা করেছেন প্রকাশ ঝা। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে আরশাদ ওয়ারসি, সৌরভা শুক্ল ও সারা লরেন্সকে। ছবির প্রধান আকর্ষণ হল ছবির গান, এর আগে দর্শক দেখেছে এই ছবির একটি আইটেম ডান্স, ‘ছম্মা ছম্মা’। এখন এই ছবির আর একটি গান স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবির গানের কথা খুবই মজার। আগেও দেখা গেছে বানারসী পান নিয়ে বিখ্যাত একটি ছবির গান কতটা জনপ্রিয় হয়েছিল, এবার আবার সেই ‘পান’কে নিয়েই ভাইরাল হল আর একটি আইটেম ডান্স। গানের প্রথম কলি ‘লেডিস পান’।

গানটি গেয়েছেন মমতা শর্মা, শাহিদ মালিয়া। গানের কলি লিখেছেন কামার। এই গানের নাচে দেখা যাচ্ছে এলি আব্রাম ও আরশদ ওয়ারসি ও সৌরভ শুক্লকে।

ছবির গান যতটাই চটকদার ততটাই উষ্ণ নাচের কোরিওগ্রাফি। ছবির গ্রাম্য পরিবেশের সঙ্গে মানানসই হয়েছে এই নাচ। ইতিমধ্যে এই আইটেম ডান্স স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। দেখে নিন সেই ভিডিও