Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯ঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, মাদকমুক্ত মহানগরী গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তিনি বলেন, কাউকে হুমকি ধামকি দেয়া পুলিশের কাজ নয়। তাদের কাজ সেবা করা।

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার রমনা থানা আয়োজিত র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা চেষ্টা করছি থানায় মানুষ যাতে ভালো সেবা, আইনি সহযোগিতা পায়। হয়রানির শিকার না হয় বিনা পরোয়ানায় গ্রেফতার না হয়।
পকেটে মাদক দিয়ে চালান এই ধরনের কাজ যদি কোনো পুলিশ করে, মাদক ব্যবসায় কোনো পুলিশ যদি সহায়তা করে তার বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবো, সারা দেশের মানুষ দেখবে পুলিশ নিজের লোকের বিরুদ্ধে কেমন ব্যবস্থা নেয়।

অন্যরকম