
খােলাবাজার ২৪, শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯ঃ জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান ও এর প্রতিবাদে যে কর্মসূচি ঘোষণা করেছিল তাতে পরিবর্তন আনা হয়েছে। ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনিএ কথা জানান।
আগামী ৬ ফেব্রুয়ারি নির্ধারিত যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর পরিবর্তে ওই দিন কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।