Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
আজই ঢাকার ভাগ্য নির্ধারণ?

খােলাবাজার ২৪, শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯ঃ রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস তাদের সুপার ফোর নিশ্চিত করেছে। সিলেটকে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। চিটাগং ভাইকিংসের কাছে হেরে বিপিএল সিক্সে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে ঢাকা ডায়নামাইটস।

রাজশাহী কিংস ও ঢাকা ডায়নামাইটসের কারোরই শেষ চার নিশ্চিত নয়। রাজশাহী কিংসের ম্যাচগুলো শেষ, তাই মিরাজবাহিনীরা তাকিয়ে আসে ডায়নামাইটসের দিকে। তাদের পরবর্তী দুই ম্যাচই শেষ চারের ভাগ্য নির্ধারণ করবে।

সাকিব আল হাসানের বাহিনী আজ প্রথম ভাগ্য পরীক্ষায় নামবে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিবের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি পয়েন্ট টেবিলের দ্বিতীয় শীর্ষস্থানীয় দল তামিক ইকবাল-ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেলে ঢাকার শেষ প্রায় নিশ্চিত হয়ে যাবে। কেননা রাজশাহীর সমান ১২ পয়েন্ট হবে ঢাকার। রেটিং পয়েন্টে ঢাকার অনেক এগিয়ে। রাজশাহীর -০.৫১৮ এর বিপরীতে ঢাকার রেটিং পয়েন্ট +০.৯৫৮। পরবর্তী ম্যাচটিতে অকল্পনীয় কিছু না ঘটলে অনেকটাই আনুষ্ঠানিকতা থাকবে।