খােলাবাজার ২৪, রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯ঃ আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া সহজ হবে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র এমন সময়ে এ মন্তব্য করলো যখন তালেবানের সাথে শান্তিচুক্তির আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্র বলছে, তালেবানের সঙ্গে খসড়া চুক্তিটি মাইলফলক হতে পারতো। কিন্তু আফগানিস্তানের সরকারকে কোনোরকম সহযোগিতা করতে রাজি হচ্ছে না জঙ্গি সংগঠনটি।
অন্যদিকে, শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।