ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি জানান, নিহত কবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দু’জনই ভাটারা এলাকায় থাকতেন।
শিহাব উদ্দিন জানান, বাসটি জব্দ করা হয়েছ। তবে চালক ও হেলপার পলাতক। লাশ দুটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে সড়ক দুর্ঘটনা অজ্ঞাতপরিচয় (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মালিবাগ-মৌচাক সড়কে আহত অবস্থায় পড়েছিল ওই নারী। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়েছেন। আশেপাশের লোকজন ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসে। সকাল ৭টার দিকে নারীটিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশটির ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।