খােলাবাজার ২৪,মঙ্গলবার, ০৫ফেব্রুয়ারি ২০১৯ঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের আয়োজনে ”হজ্জ ব্যবস্থাপনাঃ সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ঢাকার হোটেল ভিক্টোরিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্জ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব কামাল মোস্তফা চৌধুরী, এস. এ. এম. হোসাইন এবং মোঃ নাজমুস সালেহীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজম, হজ্জ এজেন্সিস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সম্মানিত সভাপতি জনাব আব্দুস সোবহান ভুঁইয়া, মহাসচিব জনাব এম শাহাদাত হোসেন তসলিমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।